Meditations: The Annotated Edition

মার্কাস কেন এই লেখাগুলো লিখেছিলেন?

[1] My soul, will you ever be good, simple, single, and naked, brighter than the body that encases you?

বস্তুত, এইরকম হওয়ার চেষ্টা থেকে।

মার্কাস অরেলিয়াস, রোমান সম্রাট, দর্শন আর সাম্রাজ্যের মাঝে দোটানায় থাকা একটা মানুষ। দার্শনিক হিসেবে কেমন তিনি? মধ্যমগোছের তো বটেই। পুরোপুরি দর্শনে সময় না দিলে তার থেকে বেশি হওয়া সম্ভব না। তবে দর্শনের প্রতি তার সততা নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। সাম্রাজ্য আর দর্শনের সাথে নিজের সম্পর্ক ব্যাখ্যা করেছেন এইভাবে:

[12] If you had both a stepmother and a mother, you’d do your duty by your stepmother, and yet you’d constantly return to your mother. That’s how you stand today in relation to the imperial court and philosophy. Return, then, at frequent intervals to philosophy and lean on it for rest. With its help, even court business seems tolerable to you, and you become tolerable while attending to it.

তো এই মার্কাস অরেলিয়াস নিজের স্টোয়িসিজমের অনুশীলনে নিজের জন্য লিখেছেন কিছু নোটবুক। মেডিটেশনস্ বস্তুত সেগুলোর সংকলন। অনেকটাই পুনরাবৃত্তি আছে। আর আছে স্টোয়িসিজমের সাথে রোমান সেন্সিবিলিটি।

আজকের দুনিয়ায় দাঁড়িয়ে স্টোয়িসিজমকে তার সকল অ্যাজাম্পশান ও আধা-ধর্মীয় চরিত্রসমেত মেনে নেওয়া কষ্টকর হবে। কিন্তু, মার্কাসের এই অধিকতর ভালো মানুষ হওয়ার চেষ্টাটা নাড়া দেয়।

Notes and Highlights
About Meditations by Marcus Aurelius

The definitive annotated translation of Marcus Aurelius's Meditations Marcus Aurelius Antoninus (121-180 CE) was the sixteenth emperor of Rome -- and by far the most powerful man in the world. Yet he was also an intensely private person, with a rich interior life and one of the wisest minds of his generation. He collected his thoughts in notebooks, gems that have come to be called his Meditations. Never intended for publication, the work has proved an inexhaustible source of wisdom and one of the most important Stoic texts of all time. In often passionate language, the entries range from one-line aphorisms to essays, from profundity to bitterness. This annotated edition offers the definitive translation of this classic and much beloved text, with copious notes from world-renowned classics expert Robin Waterfield. It illuminates one of the greatest works of popular philosophy for new readers and enriches the understanding of even the most devoted Stoic.