বইটা পড়তে অনেকটা সময় লাগলো নানা ব্যস্ততায়। তবে তাড়িয়ে তাড়িয়ে পড়েছি, তাড়া দিইনি নিজেকে। সেগানের লেখা আমার আর দশটা জনপ্রিয় বিজ্ঞান লেখকদের চেয়ে ভালো লাগে। তার কাব্যিকতা অসাধারণ। এক তারা কমেছে বইটা শেষে একটু ঝুলে গেছে বলে।
এই বইয়ের প্রথমদিকের অধ্যায়গুলো চমৎকার। ইতমধ্যে আপনি যদি জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে ভালো ধারণা না রাখেন এবং এই মহাবিশ্বে আপনার ছোট গণ্ডিতে নিজেকে একটাকিছু মনে হয় তবে এই অধ্যায়গুলো আপনাকে আঘাতও করতে পারে। এবং, সেগান, ঠোঁটকাটা সেগান কোনোকিছুই ছাড়েনি, ছোটমানুষের ছোট ঈশ্বরকেও না।
In some respects, science has far surpassed religion in delivering awe. How is it that hardly any major religion has looked at science and concluded, “This is better than we thought! The Universe is much bigger than our prophets said, grander, more subtle, more elegant. God must be even greater than we dreamed”? Instead they say, “No, no, no! My god is a little god, and I want him to stay that way.”
এবং শেষেরদিকের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই কথাগুলো ভালো লেগেছে,
but this would be self-indulgent and foolish. We must surrender our skepticism only in the face of rock-solid evidence. Science demands a tolerance for ambiguity. Where we are ignorant, we withhold belief. Whatever annoyance the uncertainty engenders serves a higher purpose: It drives us to accumulate better data. This attitude is the difference between science and so much else. Science offers little in the way of cheap thrills. The standards of evidence are strict. But when followed they allow us to see far, illuminating even a great darkness.